1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

আমি সেনাপ্রধান থাকলে কেউ মরত না: এরশাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ৯১ Time View

তিন বছর আগে পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণ করে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সেসময় আমি সেনাপ্রধান থাকলে কাউকে মরতে দিতাম না। সবাই বেঁচে থাকত।

রোববার রাজধানীর কাকরাইলে ডিইআইবি মিলনায়তনে আয়োজিত ‘বিডিআর ট্রাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন।

এরশাদ আরও বলেন, ‘দুঃখের বিষয় আমি সেসময় সেনাপ্রধান ছিলাম না। তিন বছর আগে আজকের এই দিনে ৫৭ জন সেনা কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছে। সরকার ইচ্ছে করলে তাদের বাঁচাতে পারত। যারা জীবন দিয়েছে তারা পুত্রতুল্য, তারা আমার অধীনে কাজ করেছে।’

‘বর্তমান যুগ ইন্টারনেটের। এর আসল রহস্য একদিন প্রকাশ পাবেই। আর সরকারের উচিৎ এর হত্যারহস্য উদঘাটন করে তা জনসম্মুখে প্রকাশ করা।’

এরশাদ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর এমন শোকের দিন আর আসেনি। তাই দিনটিকে শোক দিবস ঘোষণা করা উচিৎ।’

‘আশা করি, শহীদের পরিবারকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা শহীদদের রুহের মাগফেরাত কামনা করি।’ যোগ করেন তিনি।

স্মরণসভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মেদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ড. টিআইএম ফজলে রাব্বী, গোলাম হাবীব দুলাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ