1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও অন্যায় করেননি : মান্না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৮ Time View

manna24নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও অন্যায় করেননি। ওই সময় তিনি ভুট্টো-ইয়াহিয়ার সঙ্গে কথা বলেননি? আর কথা বললেই বা ক্ষতি কী।

শুক্রবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে একটি অনলাইন নিউজ পোর্টালের দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ‘গণতন্ত্র গণমাধ্যম ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় মান্না এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, বঙ্গবন্ধু আসলেই জয় পাকিস্তান বলেছেন কি বলেননি তা জানি না। বই লেখায় এখন এ কে খন্দকার স্বাধীনতাবিরোধী হয়ে গেল? উনি এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন, এটা জেনেও আপনারা (আওয়ামী লীগ) তাকে মন্ত্রী করলেন কেন?

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে মান্না বলেন, তাজউদ্দিনের বিরুদ্ধে কথা বলছেন, কাদের সিদ্দিকী নব্য রাজাকার হয়ে গেছেন- তাহলে রইলোটা কে?

তিনি বলেন, আগামী অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে ঢাকার কোথায় দাঁড়িয়ে এই সরকার কী কী করেছে তার বিবরণ দেব। কোন মন্ত্রী কী করেছেন তাও বলব। আমি চাই সরকার এর জবাব দেবে।

মান্না বলেন, অনেকে আমাকে বলেন ২৬ বছর আওয়ামী লীগ করে এখন সরকারের বিরুদ্ধে কথা বলছি। এখন তো ক্ষমতায় বিএনপি নেই। আমি তো বলি বিএনপিও দুর্নীতির মধ্যে ছিল। এই দুই দল আর নেত্রীর কাছে কেউই নিরাপদ নয়।

তিনি আরো বলেন, আমরা সবাই দলবাজির মধ্যে পড়ে গেছি। একারণে সত্য কথাটা বলতে পারছি না। আজ ডাক্তার, উকিল এদের মাঝে আওয়ামী লীগ-বিএনপি ঢুকে গেছে। তাহলে দেশ বাঁচবে কী করে?

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, স্বাধীনতা পরিষদের সদস্য ফজলুল হক, কবি আবুবকর সিদ্দিক, দৈনিক ফরিদপুরের সম্পাদক আকতারুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ