1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

যুদ্ধাপরাধীদের সঙ্গে গলায় গলা মেলাবেন না: ড. কামাল ও আমীরকে বললেন অ্যাটর্নি জেনারেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৭ Time View

mahbubeবিশিষ্ট আইনজীবি ড. কামাল হোসেন ও আমীর-উল-ইসলামকে উদ্দেশ্য করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আপনারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না, যুদ্ধাপরাধীদের সঙ্গে গলায় গলা মেলাবেন না। যারা সাঈদীর পক্ষে কথা বলে, যারা গোলাম আযমের অনুসারী, যারা বিচার চায় না, তাদের সঙ্গে আপনারা হাত মেলাবেন না।

তিনি বলেন, যারা স্বাধীনতাবিরোধী, যারা যুদ্ধপরাধীর বিচার চায় না, তারা সংবাদ সম্মেলন করেছে। তাদের সঙ্গে আপনারা, এই দুঃখ কোথায় রাখি।

বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেমিনার হলে ‘১৯৭২ সালের সংবিধান: বিচারপতিদের দায়বদ্ধতা ও অভিশংসন’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আপনারা সংবিধানপ্রণেতা। সংবিধানের ৯৬ অনুচ্ছেদের মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা আপনারাই সংসদকে দিয়েছিলেন। আজকে তাহলে কেন ডিগবাজি খাচ্ছেন। কী উদ্দেশ্যে করছেন, কাদের সঙ্গে হাত মেলাচ্ছেন?’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ভারত, আফগানিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, কোরিয়া, ফিনল্যান্ডসহ পৃথিবীর বেশির ভাগ দেশে সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেওয়া আছে। এই বিধান থাকার ফলে বিচারপতিরা তাদের অবস্থান সম্পর্কে সজাগ থাকন। এ কারণেই ভারতের ৬৫ বছরের ইতিহাসে মাত্র তিনজন বিচারপতিকে অভিশংসনের মুখোমুখি হতে হয়েছে।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সভাপতি আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ