1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

বাবলুর চোখ তুলে নেয়ার হুমকি দিল রাঙা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮৭ Time View

rangaaজাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর চোখ তুলে নেয়ার হুমকি দিয়েছেন সদ্য (জাপা) প্রেসিডিয়াম থেকে অব্যাহতি পাওয়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতিতে সংসদের তিন নম্বর লবিতে এ ঘটনা ঘটে।
 
মাগরিবের নামাজের বিরতিতে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ সংসদের লবি থেকে বেরিয়ে নিজের কক্ষে গেলে বাবলু এসে তিন নম্বর লবিতে বসেন। এসময় রাঙা এসে বাবলুকে বলেন, ‘আপনি দল ভাঙছেন কেন?’ জবাবে বাবলু বলেন, ‘আমি কি জানি, এটা চেয়ারম্যানের সিদ্ধান্ত।’
 
এ সময় বাবলু রাঙার দিকে তাকালে রাঙা আঙুল তুলে বাবলুকে বলেন, ‘একদম চোখ তুলে নেব।’
 
পাশে বসা নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান ও নীলফামারী-৪ আসনের এমপি শওকত চৌধুরী এ সময় মধ্যস্থতার চেষ্টা করলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন রাঙা। উদ্ভূত পরিস্থিতিতে সেখানে থাকা জাতীয় পাটির্র প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ লবি ত্যাগ করেন।
 
এ সময় রাঙা চিৎকার করে বাবলুর উদ্দেশে বলেন, ‘তুই দল ভাঙছিস।’ উত্তরে বাবলু বলেন, ‘যা করেছেন স্যার করেছেন।’
 
রাঙা বলেন, ‘রংপুরে জাতীয় পার্টিকে টিকিয়ে রেখেছি আমরা। রংপুরে কাউকে ট্যাক্স দিয়ে চলি না। নিজের যোগ্যতায় সংসদে এসেছি। তুইতো দালাল। দল ছেড়ে চলে গিয়েছিলি, আবার দলে এসেছিস।’
 
এই অবস্থায় জাপার সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার এসে রাঙাকে শান্ত করেন। পরে রাঙা ও তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ