1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

বিরহের গান গেয়ে, কেক কেটে মহিলা দলের জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৪ Time View

khaledacবিএনপি চেয়ারপারসনের হাতে কেক দিয়ে কেটে জন্মদিন পালনের জন্য অপেক্ষা করছিলেন মহিলা দলের নেতাকর্মীরা। কিন্তু নির্ধারিত সময়ে চেয়ারপারসন না আসায় কখনো দেশাত্মবোধক আবার কখনো বিরহের গান গেয়ে সময় কাটান সংগঠনটির কর্মীরা। অবশেষে প্রধান অতিথির আগমনের পর কাটা হয় জন্মদিনের কেক। এভাবেই পালিত হয় মহিলা দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

জাতীয়তাবাদী মহিলা দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল মঙ্গলবার। দিবসটি উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। আর রাত সাড়ে আটটায় ছিল দলের চেয়ারপারসনের গুলশানের কার্যাটলয়ে কেক কাটার কর্মসূচি।

নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠাস্থলে জড়ো হন মহিলা দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা।তবে সময় পার হলেও প্রধান অতিথি না আসায় স্লোগানের পাশাপাশি গান গাওয়া শুরু করেন আগতরা।একে একে চারটি গান গেয়ে সবার করতালি কুড়িয়ে নেন মহিলা দলের এক কর্মী।

দেশাত্মবোধক কয়েকটি গানের পাশাপাশি ছিল ‘পাগল মন মনরে, মন কেন এতো কথা বলে’ এমন জনপ্রিয় গান।

তবে সাড়ে নয়টার দিকে খালেদা জিয়া কার্যানলয়ে আসলে গান বন্ধ করে শুরু হয় আনুষ্ঠানিকতা। সংগঠনের সভানেত্রী নূরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান।

এরপর কেক কেটে দ্রুত কার্যাোলয়ের ওপরে চলে যান খালেদা জিয়া।

এ নিয়ে অনুষ্ঠানস্থলেই কয়েকজন মধ্যম সারির নেতাকে ভেতরে ভেতরে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে সংগঠনের একজন শীর্ষ নেতা জানান, “এ বছর সারাদেশে মহিলা দলের জন্মদিনের কর্মসূচি অন্য বছরের চেয়ে সুন্দর ও সফলভাবে পালিত হয়েছে। অথচ নেত্রী কেন্দ্রের অনুষ্ঠানে কিছুই বললেন না। অল্প একটু কথা বললেও সারাদেশের কর্মীরা খুশি হতো।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ