1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

৩১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী ‘বার কাউন্সিল সনদ’ পাবেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৩৩ Time View

uu৩১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে স্নাতক ডিগ্রিধারীদের ‘বার কাউন্সিল সনদ’ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

তবে শিক্ষার মান ও অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন থাকায় সাতটি বিশ্ববিদ্যালয়ের ১১টি শাখার আইন বিভাগে স্নাতক ডিগ্রিধারীদের সনদ দেয়ার বিষয়ে অধিকতর শুনানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ জন্য আগামী ১৫ সেপ্টেম্বর বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির সভা আহবান করা হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ সেপ্টেম্বর বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির সিদ্ধান্ত অনুসারে অনুমোদিত ৩১টি বিশ্ববিদ্যালয় হচ্ছে- আশা ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, সিটি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্য্যালয়, ঢাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন ইউনিভার্সিটি, গণবিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়-চট্টগ্রাম, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি-সিলেট, মেট্টোপলিটন ইউনিভার্সিটি, মানারত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, প্রাইময়েশিয়া ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, সিলেট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, সাউর্দান ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, দ্যা মিলেনিয়াম ইউনিভার্সিটি, দ্যা পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ইনফরমেশন সায়েন্স এন্ড  টেকনোলজি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, উত্তরা বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়, জেড এইচ শিকদার ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড  টেকনোলজি।

এছাড়া যে সাতটি বিশ্ববিদ্যালয়ের ১১টি শাখার বিষয়ে আরও পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলো হলো- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি, উত্তরা, মিরপুর-১০ ও আশুলিয়া শাখা, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড  টেকনোলজির বনানী শাখা, প্রাইম বিশ্ববিদ্যালয়ের মিরপুর-১ ও উত্তরা শাখা, ইবাইস বিশ্ববিদ্যালয়ের উত্তরা শাখা, নর্দান বিশ্ববিদ্যালয়ের বনানী শাখা, আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ফার্মগেট শাখা, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রাম শাখা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ৩৬টি বিশ্ববিদ্যালয় ২০১২, ২০১৩ এবং ২০১৪ সালে আইন বিভাগে স্নাতকে ডিগ্রি অর্জনকারী সর্বমোট ১২ হাজার ৮৬৪ জন শিক্ষার্থীর নামের তালিকা বাংলাদেশ বার কাউন্সিলে দাখিলের পর লিগ্যাল এডুকেশন কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রসঙ্গত, যথাযথ প্রক্রিয়ায় বার কাউন্সিলে পরীক্ষাসহ অন্যান্য ব্যবহারিক বিষয় সম্পন্ন করার পর বার কাউন্সিল সনদধারীরা আদালতে আইনজীবী হিসেবে কাজ করার জন্য যোগ্যতা অর্জন করেন। তবে চলতি বছর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির পরীক্ষায় কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফরম দেয়নি বার কাউন্সিল। এ নিয়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেক স্থানে বিক্ষোভ মিছিল করে এর প্রতিবাদও জানিয়েছেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ