1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

চলতি মাসে দুই ভাগ হচ্ছে ঢাকা মহানগর আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৮ Time View

A-ligএকক কমিটির দীর্ঘ দিনের ঐতিহ্য ভেঙে অবশেষে ঢাকা মহানগরের জন্যে আওয়ামী লীগের দুটি কমিটি করা হচ্ছে। চলতি মাসেই এ দুটি কমিটির ঘোষণা আসবে বলে জানা যায় আওয়ামী লীগের দলীয় সূত্র থেকে। তবে দুই কমিটির পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন মহানগরের রাজনীতির সঙ্গে জড়িত নেতা-কর্মীরা। খবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের।

২০০৩ সালের জুন মাসে ঢাকা মহানগর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ হানিফকে সভাপতি এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুসারে কমিটির মেয়াদ তিন বছর। ২০০৬ সালে মোহাম্মদ হানিফ মারা গেলে কয়েক হাত ঘুরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান এম এ আজিজ। ২০১২ সালে সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি।

এর মাঝে বাড়তে থাকে পদপ্রত্যাশীর সংখ্যা। ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে ফেললে শুরু হয় মহানগর কমিটি একটি না দুটি হবে তা নিয়ে জল্পনা কল্পনা। পদপদবী এবং কমিটির আকার-প্রকারের নানা ইস্যুতে দলে বিভক্তি থাকলেও এসব বিষয়ে ক্যামেরার সামনে কোনো নেতাই মুখ খুলতে চাননি।

২০১২ সালের সম্মেলনের পর ১০৩টি ওয়ার্ড, ১৭টি ইউনিয়ন, ৪৯টি থানার মধ্যে কদমতলী ও যাত্রাবাড়ী থানা বাদে সব কয়টি ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীল নেতারা।

মহানগরের নেতাদের মধ্যে দ্বন্দ্বের কথা স্বীকার না করলেও একটি না দুটি কমিটি হবে তা নিয়ে ভিন্ন মত রয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

২০১২ সালের সম্মেলনে কোনো ভোটাভুটি না করে কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনাকে। ঢাকা মহানগরের ঝুলে থাকা কমিটির ঘোষণা এ মাসেই আসবে বলে আশা করছেন নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ