1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

”জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি নিতে হবে”

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৬ Time View

jols0পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশও মারাত্মক জলবায়ু ঝুঁকিতে রয়েছে। এটি এ দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে একটি অন্যতম অন্তরায়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দেশটিকে প্রস্তুত থাকতে হবে।

সোমবার ঢাকার অদূরে ধামরাইয়ে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মান এর যৌথ সমন্বয়ে পরিচালিত জলবায়ু উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে বক্তারা এসব কথা বলেন।

এটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশে ঐ তিন দেশের সমন্বিত কূটনৈতিক প্রয়াস। প্রকল্প পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য রাষ্ট্রদূত রবার্ট গিবসন, ফ্রান্স দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাবোউ ক্যামিচেটি এবং জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফার্দিনান্দ ফন ওয়েহে।

যুক্তরাজ্য রাষ্ট্রদূত রবার্ট গিবসন বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানের জলবায়ু সহায়ক প্রকল্পগুলো বাংলাদেশের অসহায় মানুষদের দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হিসেবে কাজ করছে। জলবায়ু ঝুঁকি বাংলাদেশের জন্য একটি মারাত্মক হুমকি। আর এ হুমকি পৃথিবীর অন্যান্য দেশেও রয়েছে।

তিনি বলেন, ঝুঁকি মোকাবেলায় আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে। এটা একটা বৈশ্বিক সমস্যা। এর জন্য পুরো বিশ্বকেই কাজ করতে হবে। জাতিসংঘের করা পরিকল্পনার আলোকে সব দেশকে কাজ করা দরকার।

জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফার্দিনান্দ ফন ওয়েহে বলেন, বৈশ্বিক জলবায়ূ সমস্যা মোকাবেলা সবার দায়িত্ব। আর এটার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নকে অগ্রণী ভূমিকা নিতে হবে।

তিনি বলেন, আজকে ধামরাইয়ে আমাদের প্রকল্প পরিদর্শন বাংলাদেশের সাথে সহযোগিতার একটা বন্ধন। এ প্রকল্পের মাধ্যমে এ দেশের লোকেরা পরিবর্তিত জলবায়ুর পরিস্থিতি মোকাবেলায় নিজেদের প্রস্তুত রাখতে পারবে। বৈশ্বিক জলবায়ুর উন্নয়নে জার্মান সমঝোতার ভূমিকায় অগ্রণী সারিতে রয়েছে। বাংলাদেশের জন্য জার্মান তার সমর্থন অব্যাহত রাখবে।

ফ্রান্স দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাবোউ ক্যামিচেটি বলেন, জলবায়ূ পরিবর্তনের বিষয়টি বাংলাদেশের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফ্রান্স ডেভলপম্যান্ট এজেন্সি সবুজ প্রকৃতির উন্নয়নকে যথাযথ গুরুত্ব ও সমর্থন দিয়ে যাচ্ছে। আর এ লক্ষ্যে আমরা যুক্তরাজ্য ও জার্মানির সাথে জলবায়ু নিয়ে একত্রে কাজ করছি।

তিনি বলেন, ফ্রান্স সরকার দেশে ও দেশের বাইরে জলবায়ূ পরিবর্তনের বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। আর ‘সিওপি’ এর সভাপতি হিসেবে ফ্রান্সের আলাদা দায়িত্বও রয়েছে। আমরা আমাদের সহযোগী দেশগুলোর ব্যাপারে আন্তরিক। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোর সাথে কাজ করার ব্যাপারে আমরা আগ্রহী।

ধামরাইয়ে পরিদর্শনকৃত জলবায়ু প্রকল্প তিনটি হলো: সোলার হোম সিস্টেম, সোলার ইরিগ্রেশন সিস্টেম ও ন্যাশনাল ডমেস্টিক বায়োগ্যাস এন্ড ম্যানার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ