1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত উচ্ছেদ অভিযান শেষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ৯৬ Time View

হাইকোর্টের নির্দেশে সোমবার জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত উচ্ছেদ অভিযান শেষ হয়েছে।

এ অভিযানে সড়কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে।

এদিন বেলা দেড়টায় ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডিসিসি দক্ষিণের সম্পত্তি কর্মকর্তা (উচ্ছেদ) মো. মহসিন উদ্দিন মোড়লসহ শতাধিক পুলিশ ও ডিসিসির সদস্যরা অংশ নেন।

উচ্ছেদ অভিযান শেষে ম্যাজিস্ট্রেট খলিল সাংবাদিকদের বলেন, উচ্ছেদ অভিযানে জিরো পয়েন্ট হতে সদরঘাট পর্যন্ত ৫ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।এছাড়াও ফুটপাত ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে প্রায় ১০টি প্রতিষ্ঠান থেকে জরিমানা বাবদ নগদ ৪০ হাজার টাকা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)অ্যাক্ট অনুযায়ী স্থানীয় পুলিশও যে কোনও সময় এ ধরনের অভিযান পরিচালনা করতে পারে। আমাদের এ অভিযানের পর যে সফলতা এসেছে তা পুলিশ অব্যাহত রাখবে বলে আমরা আশা করি।

সেইসঙ্গে তিনি বলেন, অভিযান এখানেই শেষ নয়। প্রশাসনের নির্দেশে প্রতিনিয়তই এ ধরনের অভিযান চলবে। তবে ফুটপাত ও সড়ক অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষার জন্য প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, হকারসহ সর্বোপরি সাধারণ জনগণকেই সচেতন হতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ