বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় মোজাম্মেল শিকদার (৬০) নামে এক আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার নিশানবাড়ি ইউনিয়নের জিউধারা গ্রামে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
মোজাম্মেল শিকদার ওই গ্রামের মৃত হাসেম আলী শিকদারের পুত্র এবং নিশানবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, রাত ৯টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে যখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১২টার দিকে মারা যান মোজাম্মেল শিকদার।
পুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদনেত্মর জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরের ১১টি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এদিকে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রানত্ম বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে বলে।