রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ছোট ভাই ও সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হোসেন লালু (৮১) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। সোমবার রাত পৌনে ১১ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থা তিনি মারা যান।
রংপুর জেলা গোয়েন্দা পুলিশের সিনিয়র কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সাবেক সাংসদ মোজাম্মেল হোসেন স্ত্রী, এক ছেলে সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।