1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

স্কুলছাত্র হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪
  • ৫৭ Time View

টঙ্গীর আউচপাড়ার স্কুলছাত্র ইনজামুল হককে অপহরণ ও হত্যার দায়ে তিনজনকে ফাঁসি ও একজনকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এরা হলেন- টঙ্গীর আউচপাড়া এলাকার ইব্রাহিম হোসেন, নাহিদ ইসলাম নাহিদ ও সাহেব আলী। এ ছাড়া হান্নান নামের অপর আসামিকে সাত বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় প্রদান করেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোসা. ফরিদা ইয়াসমিন বলেন, এ রায়ের মাধ্যমে আমরা উপযুক্ত বিচার পেয়েছি।

জানা যায়,  ২০০৭ সালের ১৭ অক্টোবর টঙ্গীর আউচপাড়ার মোক্তার বাড়ি থেকে অপহৃত হন উত্তরা সৃষ্টি সেন্ট্রাল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ইনজামুল হক। পরে দুর্বৃত্তরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় অপহৃত ইনজামুল হকের ভগ্নিপতি মোবারক হোসেন টঙ্গী থানায় মামলা দায়ের করেন।

ঘটনার ১০ দিন পর পুলিশ ও র‌্যাব তদন্ত করে চারজনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে টঙ্গীর আরিচপুরে পরিত্যক্ত একটি বাড়ি থেকে মাটিচাপা অবস্থায় ইনজামুল হকের মৃতদেহ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ