1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

তারেক রহমান উন্মাদের মতো প্রলাব বকছে : হানিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০১৪
  • ৯৩ Time View

hanif51আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের কঠোর সমালোচনা করে বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার শুরু হয়েছে। তাই এ ঘটনায় জড়িত বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারেক রহমান এখন অশিক্ষিত ও উন্মাদের মতো পাগলের প্রলাব বকছে।

আজ বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ সভা হয়।

হানিফ বলেন, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি দেশের মানুষের সন্মানবোধ নষ্ট করতে করতে পাকিস্তানের এজেন্ট হিসাবে, তাদের নির্দেশে তারেক রহমান এসব কথা বলছে।

সাংবাদিকদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, তারেক রহমান একজন ফেরারি আসামি। তার বক্তব্য বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে প্রচার হয়। এটা সংবাদ মাধ্যমের কোন নৈতিকতায় পড়ে?

ভবিষ্যতে তিনি সংবাদ মাধ্যমে তারেক রহমানের সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, বিএনপি যারা করে তারা ‘জারজ’ সন্তান। খুনিদের প্লাটফর্ম হচ্ছে বিএনপি। আর তাদের নেতা হলো খালেদা জিয়া।

তিনি বলেন, আজকে যারা বঙ্গবন্ধুর নামে বক্তব্য দিচ্ছেন ১৫ আগস্ট তারা কোথায় ছিলেন? আপনাদের চরিত্র আমরা জানি।

সংগঠনের সভাপতি সফিউল্যার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রব ভূইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ