চাঁদাবাজিসহ পাঁচটি মামলায় চাঁদপুরের আদালতে হাজিরা দিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার দুপুরে মিলন চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দীলিপ কুমার ভৌমিক, জেলা জজ মফিজুল ইসলাম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দের কোর্টে হাজিরা দেন।
মিলনের বিরুদ্ধে চাঁদপুরের বিভিন্ন থানা ও আদালতে ৩৬টি মামলা রয়েছে। তিনি ২০১০ সালের ১৪ মার্চ গ্রেফতার হওয়ার পর ৪৪৯ দিন কারাবাস শেষে ২০১১ সালের ৫ জুন কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান।