1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

বিএনপি ৪১ নেতা-কর্মীর মামলার অধিকতর শুনানি ২ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০১৪
  • ৬৬ Time View

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদসহ ৪১ জন নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনের একটি মামলায় আংশিক চার্জ শুনানি গ্রহণ করেছে আদালত।

আগামী ২ সেপ্টেম্বর অধিকতর শুনানি জন্য দিন ধার্য করেছেন ঢাকা দ্রুত বিচার আদালতের বিচারক তারেক মঈনুল ইসলাম ভূইয়া।image_95582_0

রোববার আংশিক চার্জ শুনানিকালে বিএনপি নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ২৯ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আসামিদের মধ্যে আমান উল্লাহ আমান মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে এক আবেদন করায় আদালত আংশিক শুনানি শেষে আগামী ২ সেপ্টেম্বর  হাইকোর্টের আদেশ দাখিল এবং অবশিষ্ট চার্জ শুনানি জন্য দিন ধার্য করেছেন।

এর আগে গত ১০ আগস্ট ও আদালত আংশিক চার্জ শুনানি গ্রহণ করেন। ওইদিন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ চারজন আদালতে না আসতে পারায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি করেন। যদিও পরদিন এ্যানি আদালতে হাজির হয়ে জামিন নেন।

২০১৩ সালের ৬ মার্চ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাঙচুর ও জনমনে সৃষ্টির অভিযোগে ৪৪ জনকে আসামি করে এ মামলা দায়ের করে পুলিশ।

বিএনপি ও জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশের কর্মসূচি চলাকালে আসামিরা বিকাল পৌনে পাঁচটায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে এবং লোহার রড, শাবল, লাঠি ইত্যাদি নিয়া রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনমনে ত্রাস সৃষ্টি করে বলে মামলায় অভিযোগ করা হয়।

২০১৩ সালের ২৭ মার্চ দ্রুত বিচার আইনের ৪/৫ ধারায়  এ মামলাটিতে আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদান্তকারী কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ