1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

নবগঠিত রাঙ্গাবালি উপজেলার আনুষ্ঠানিক ঘোষণা প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১২
  • ১২৬ Time View

পটুয়াখালীর নবগঠিত রাঙ্গাবালি উপজেলার আনুষ্ঠানিক ঘোষণা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লুটেরাদের ক্ষমা নেই। তাদের বিচার বাংলার মাটিতে হবেই। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারকাজ চলছে। পর্যায়ক্রমে ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ সব হত্যার বিচার হবে ইনশাআল্লাহ।

শনিবার সকাল ১১টা ৯ মিনিটে রাঙ্গাবালি উপজেলার নবনির্মিত উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বিরোধী দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। এটাই তাদের চরিত্র। তারা ক্ষমতায় গেলে শুধু লুটপাট আর সন্ত্রাস করে। আর আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বাংলার মানুষ কিছু পায়। দুই হাত পেতে মানুষ কিছু নিতে পারে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে গিয়ে বিরোধী দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু বাংলার জনগণ তা মেনে নেবে না।’

দেশে এখন কোনো দুর্ভিক্ষ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার বাইরে চালের কেজি ২৫ থেকে ৩০ টাকায় নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চললে বাজার কিছুটা অস্বাভাবিক থাকতেই পারে। তাই বলে আমাদের আমলে কৃষককে হত্যা করা হয়নি। কৃষকরা আজ সার পাচ্ছে বিনা পয়সায়। আমাদের উৎপাদন ক্ষমতা আরো বাড়াতে হবে। ২০২১ সালের মধ্যে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে হবে।’

‘উপকূলের মানুষ অনেক কষ্ট করে জীবনযাপন করে থাকে। তাদের দুঃখ কষ্ট লাঘবের জন্য এ অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র (সাইক্লোন শেল্টার) নির্মিত হচ্ছে এবং আমাদের সরকারই তা করে দিচ্ছে।’

উপকূলের অঞ্চলকে সোনার খনি আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যখনই আপনারা বিপদে পড়েন তখনই আপনাদের পাশে আমরা হাজির হই।’

‘আজ আপনাদের জন্য উপজেলা ঘোষণা করে গেলাম। আগামীতে আসলে এর চেয়েও ভালো কিছু পাবেন আপনারা। কারণ, দক্ষিণের এ জেলাকে আমি আমার নিজের জেলা হিসাবে মনে করি। আপনারা পটুয়াখালীর চারটি আসন আমাকে দিয়েছেন এটা সার্বক্ষণিক আমার মাথায় থাকে।’

শেখ হাসিনা বলেন, ‘রাঙ্গাবালিকে এখন আর কেউ অবহেলিত জনপদ বলতে পারবে না। এখানে এসএসসি, এইচএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র নির্মাণ করা হবে। এখানকার ভূমিহীনরা এখন স্বাবলম্বী হবে। এখান থেকে উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন এলাকায় পৌঁছার ব্যবস্থা করা হবে।’

এদিন সকাল ১১টা ১১ মিনিট থেকে ১১টা ৩৬ মিনিট পর্যন্ত ২৫ মিনিটের বক্তব্য শেষে প্রধানমন্ত্রী কুয়াকাটার উদ্দেশে রওয়ানা হন। সেখানে কুয়াকাটা হাসপাতাল ও পর্যটন কেন্দ্রের একটি মোটেল উদ্বোধন করবেন।

বিকেল তিনটার দিকে সেখান থেকে সড়কপথে তিনটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেল সাড়ে চারটায় কলাপাড়া উপজেলার এমবি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ