1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

রক্ত দেবো, রেলের জমি বেদখল হতে দেবো না: রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১২
  • ৮৪ Time View

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন,  ‘প্রয়োজনে রক্ত দেবো, তবুও রেলের ১ ইঞ্চি জমি বেদখল হতে দেবো না।’

তিনি শনিবার দুপুর ২টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জেলা পরিষদ এবং চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় রেলের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। রেলে ভ্রমণে জনগণের আগ্রহ বাড়ছে। বর্তমানে রেল লাইন উপ-মহাদেশে বিস্তৃত লাভ করেছে।’

তিনি আরও বলেন, ‘রেল হবে নির্ভরযোগ্য, নিরাপদ ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা’।

মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

জেলা প্রশাসক মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি আলমগীর চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর ভূইয়া বাবুল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী ও সহকারী পুলিশ সুপার (উত্তর) এসএম সিরাজুল হুদা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ