সংঘবদ্ধ গাড়িচোর ও ছিনতাই চক্রের সন্দেহভাজন প্রধানসহ সাতজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এসএমএসে জানানো হয়, ঢাকা ও সিলেট থেকে তাদের আটক করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার বেলা সাড়ে ১১টায় র্যাবের সদর দফতরে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
র্যাবের দাবি, আটক হওয়া প্রধান সন্দেহভাজন ব্যক্তির নাম আবদুল আলিম। আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে সাতটি গাড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর আগেও একই অপরাধে তারা ধরা পড়েছিলেন বলেও জানায় র্যাব।