1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

ইরাকে ইয়াজিদি সম্প্রদায়ের ৮০ জনকে হত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০১৪
  • ৭০ Time View

শুক্রবারে ইসলামিক স্টেট বা আইএস-এর জঙ্গিরা ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের অন্তত ৮০ জনকে হত্যা করেছে বলে জানা গেছে। উত্তরাঞ্চলের সিনজির শহরের কাছে কোচো নামের একটি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এসময় অনেক নারী ও শিশুকে অপরহণ করে নিয়ে গেছে জঙ্গিরা।image_94524_0

এছাড়া, বাগদাদের কাছাকাছি এলকায় সুন্নি অধ্যুষিত আনবার প্রদেশেও আলাদা আলাদাভাবে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

ইরাকে আইএস-এর চলমান সহিংসতা ঠেকাতে গতকাল সর্বসম্মতিক্রমে একটি রেজুলিউশন গ্রহণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রেজুলিউশনের খসড়াটি তৈরি করেছে বৃটেন।

সুন্নি জঙ্গি গোষ্ঠী আইএস-এর জঙ্গিদেরকে অর্থ দিয়ে বা অস্ত্র দিয়ে বা লোকবল দিয়ে যারা সহযোগিতা করছে এরকম ছয় ব্যক্তির ওপরে এই রেজুলিউশনে নানাবিধ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

আইএস এর সঙ্গে সম্পৃক্ত ছয় ব্যক্তির আন্তর্জাতিক ভ্রমণের ওপরে নিষেধাজ্ঞা এবং তাদের সম্পদ জব্দ করার কথা ঘোষণা দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘে নিযুক্ত বৃটিশ দূত মার্ক লেইল গ্রেন্ট বলেছেন, এই রেজুলিউশনের কার্যকর ফল পেতে কিছু সময় লাগবে।

গ্রেন্ট আরো বলছেন, এই রেজুলিউশন নাটকীয়ভাবে রাতারাতিই পরিস্থিতি পাল্টে দেবে না। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে আরো কিছু কাজ করতে হবে। তবে, দীর্ঘকালীন সেই কর্মপন্থা ঠিক করার জন্যই এটি হচ্ছে প্রথম পদক্ষেপ। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ