1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

বিদায় ক্লোসা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪
  • ৬৯ Time View

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

সোমবার ৩৬ বছর বয়সী এই তারকা অবসরের ঘোষণা দেন।image_93953_0

সদ্য সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপে জার্মানিকে চ্যাম্পিয়ন করানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই লাৎজিও স্ট্রাইকার। পাঁচ ম্যাচে দুই গোল করার পথে ব্রাজিলিয়ান রোনাল্ডোকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন তিনি।

জার্মানির জার্সি গায়ে ১৩৭ ম্যাচ খেলেন ক্লোসা। দেশের হয়ে তার চেয়ে বেশি খেলেছেন লোথার ম্যাথিউজ (১৫০)।

বিদায়বেলায় এই মহাতারকা বলেন, “দেশের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো। জাতীয় দলের সতীর্থদের সঙ্গে দারুণ সময় কাটালাম। বেশ কিছু অসাধারণ স্মৃতিও রয়েছে সতীর্থদের সঙ্গে।”

ক্লোসা বলেন, “দেশের হয়ে বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলকে বিদায় বলার চেয়ে আর ভালো কিছু হতে পারে না। আমার কাছে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের সাফল্যই মুখ্য ছিল। ব্রাজিলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি (বিশ্বকাপ জয়)। এটা সত্যিই অসাধারণ, যা ভায়ায় প্রকাশ করার মতো না।”
বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক দেশের হয়েও সর্বোচ্চ ৭১ গোল করার রেকর্ড গড়েন। এই সম্পর্কে তিনি বলেন, “আমি ক্যারিয়ারে বেশ কিছু গোল পেয়েছি। আমি একজন স্টাইকার এবং আমার কাজই হলো গোল করা।”
রেকর্ড গড়ার চেয়ে দলের সাফল্যেই মনোযোগ ছিল ক্লোসার। বিদায়বেলায় সেটাই জানান তিনি। পাশাপাশি সতীর্থদের ধন্যবাদ জানাতেও ভুল করেননি তিনি।
২০০৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী ক্লোসা বলেন, “রেকর্ড নিয়ে আমার কখনো মাথাব্যথা ছিল না। আমি সবসময় দলকে সাহায্য করার জন্য খেলেছি। আমি সফলতার জন্য সতীর্থদের ওপর নির্ভর করতাম। সুতরাং বিদায়বেলায় আমার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
জাতীয় দলের হয়ে ২০০১ সালে আলবেনিয়ার বিপক্ষে অভিষেক হওয়া ক্লোসা অভিষেক ম্যাচের গোলের দেখা পান। খেলার ৭৯ মিনিটে যখন ক্লোসা মাঠে নামেন তখন ম্যাচে ১-১ গোলে সমতা ছিল। খেলার শেষ মুহূর্তে তার গোলেই জয় পায় কাইজররা।
টানা চারটি বিশ্বকাপে জার্মানদের হয়ে মাঠ মাতিয়েছেন প্যোলেন্ডে জন্ম নেয়া ক্লোসা। টানা চারটি বিশ্বকাপে গোল করা খেলোয়াড়দের বিরল তালিকায় স্থান করে নিয়েছেন এই লাৎজিও তারকা।
২০০২ বিশ্বকাপে পাঁচ গোল করা ক্লোসা পরের বিশ্বকাপেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখেন। এবারও পাঁচ গোল করা ক্লোসা জিতে নেন ২০০৬ বিশ্বকাপের গোল্ডেন বুটের পুরস্কার। পরের বিশ্বকাপেও নিজের জাত চিনিয়েছেন এই জার্মান তারকা। এবার করেন চার গোল। সদ্য সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপে দলের প্রথম একাদশে জায়গা না পেলেও দুই গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি।
২০০২ বিশ্বকাপে এক ‘বিরল’ রেকর্ড গড়েন মিরোস্লাভ ক্লোসা। সেবার পাঁচ গোল করা ক্লোসা পাঁচটি গোলই করেছিলেন হেডের মাধ্যমে। এক বিশ্বকাপে হেডের মাধ্যমে আর কোনো খেলোয়াড় পাঁচ গোল করতে পারেননি। -ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ