সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি।
বিমানবন্দর থেকে সরাসরি উত্তরার নিজের বাড়িতে চলে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
গলার ধমনীতে রক্ত চলাচল জটিলতার চিকিৎসা নিতে গত ১ অগাস্ট মির্জা ফখরুল সিঙ্গাপুর যান। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়।
২০১৩ সালে কারাগারে বন্দি অবস্থায় ফখরুলের ধমনীতে ব্লক ধরা পড়লে শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং পরে ইউনাইটেড হাসপাতালে চিকিত্সা করান তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে গত বছরের ১৪ মে সিঙ্গাপুর যান। সেবারও ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালে তার চিকিৎসা হয়।
এ বছরের ৮ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুর গিয়েছিলেন ফখরুল। ওই সময়ে ন্যাশনাল ইউনির্ভাসিটির পাশাপাশি মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও চিকিৎসা করান তিনি।