1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

ক্যামেরনের সাথে বৈঠক করতে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০১৪
  • ৮৮ Time View

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ জুলাই মঙ্গলবার, লন্ডনে অনুষ্ঠেয় মেয়েদের বিরুদ্ধে প্রথাগত সামাজিক অপরাধের প্রধান দুটি দিক ফিমেইল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) এবং চাইল্ড আর্লি ফোর্সড ম্যারেজ (সিইএফএম) বিরোধী শীর্ষ সম্মেলনে যোগ দিতে সোমবার তিন দিনের সফরে লন্ডন যাচ্ছেন।

সেখানে মেয়েদের বিরুদ্ধে সামাজিক অপরাধ প্রতিরোধে তার নিজের ভাবনা, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে তার সরকারের চলমান প্রচেষ্টার কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের প্রচেষ্টা ব্রিটেনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুস্পষ্ট বলেই এই সামিটে শেখ হাসিনার যোগদানকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

২১ জুলাই সোমবার সকাল ১০টায় বিমানের বিজি-০০৬ ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দল। স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় লন্ডন হিথরো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। প্রতিনিধি দলে থাকছেন- পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ অন্যান্য সরকারী কর্মকর্তা। সাংবাদিকদের একটি গ্রুপও আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ সামিটে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন।

তিন দিনের সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার যেকোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে একান্ত বৈঠক করবেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। দুই প্রধানমন্ত্রীর আলোচনায় ব্রিটেন-বাংলাদেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় প্রাধান্য পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট পক্ষ।

সামিট শেষে মঙ্গলবার বিকেলেই যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক ইফতার মাহফিলের প্রস্তুতি চূড়ান্ত বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফর সামনে রেখে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে সেখানকার বিএনপি-জামায়াত পন্থিরা। সেখানে বিক্ষোভ দেখানোরও প্রস্তুতি নিচ্ছেন তারা।

শেখ হাসিনাকে যাতে ব্রিটেনে স্বাগত জানানো না হয় সে লক্ষ্যে বিএনপি’র পক্ষ থেকে ব্রিটিশ সরকারের প্রতি আহবান জানানো হয়েছে। শুক্রবার সকালে সেন্ট্রাল লন্ডনের ফ্রন্টলাইন ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বিএনপি’র পক্ষে সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান এই আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ