1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

সালমানকে ক্ষমা চাইতে বললেন সাংবাদিকরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪
  • ৯০ Time View

শ্রদ্ধা কাপুরের পর এবার সালমান খানের পালা। সাংবাদিকরা এবার বয়কট করলেন সালমানকে। এক চিত্রসাংবাদিক জানিয়েছেন, ‘সালমান খানকে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে নইলে আমরা ওর ছবি তুলব না। এই বয়কট আগামী ২৫ জুলাই ‘কিক’ রিলিজ হওয়া পর্যন্ত চলবে। সালমান বাসস্ট্যান্ডে সাইকেল চালালেও ওর ছবি তোলা হবে না।’image_90553_0

আর সাংবাদিককের এ ক্ষোভের কারণ কী? গত শুক্রবার একটি ইভেন্টে সালমান চিত্রসাংবদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। সালমানের দেহরক্ষীরা ও ইভেন্টের সিকিউরিটিরাও তাদের সঙ্গে দুর্ব্যবহার করে।

এদিন সালমান বলেছিলেন, ‘যারা এই ইভেন্টে থাকতে চান তারা থাকতে পারেন আর বাকিরা স্বচ্ছন্দে বেড়িয়ে যেতে পারেন।’

এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘এই ঘটনার পরই ফটোগ্রাফাররা ক্ষেপে যান। তারা আদেশ মানতে অস্বীকার করেন। যদিও সালমানের ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই ওঠে না। কারণ ও কারো গায়ে হাত দেয়নি।’ এই ঘটনার আগেই নাকি সালমানকে ফটোগ্রাফাররা কোনো নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে পোজ দিতে বলেন। কিন্তু সালমান ছবি না তুলেই চলে যান।

এরপরই সলমন মিডিয়ার উদ্দেশ্যে বলেন, তারা ইচ্ছে করলে বেড়িয়ে যেতে পারেন।
এ ঘটনার পর চিত্রসাংবাদিকরা বলেন, সালমান তাদের অনুরোধ এভাবে অস্বীকার করতে পারেন না। কিছুদিন আগেও শ্রদ্ধা কাপুরকেও বয়কট করেছিলেন ফটোগ্রাফাররা। যদিও সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে সমস্যা মিটিয়ে নিয়েছিলেন শ্রদ্ধা। তবে সালমান কি তা করবেন? তিনি কি সাংবাদিকদের কাছে ক্ষমা চাইবেন? একথা অবশ্য দাবাং খানই বলতে পারবেন।  সূত্র: ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ