1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

চকরিয়া-উখিয়ায় বিজিবি মোতায়েন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০১৪
  • ৬৩ Time View

যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় চকরিয়া ও উখিয়া উপজেলায় বর্ডা গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) মোতায়েন করা হচ্ছে।image_97222_0

মঙ্গলবার বিকাল ৪টা থেকে বিজিবি নামানোর কথা রয়েছে। বিজিবির কক্সবাজার সেক্টরস কমান্ডার কর্নেল ফরিদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজামীর রায়কে কেন্দ্র করে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এ লক্ষ্যে প্রয়োজন অনুসারে বিজিবি সদস্যরা চকরিয়া ও উখিয়ার বিভিন্ন স্থানে মোতায়েন থাকবে। কেউ অস্থিতিশীল কর্মকাণ্ড ঘটালে বিজিবি তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিজিবির কক্সবাজার সেক্টরস কমান্ডার কর্নেল ফরিদ হাসান জানান, নিজামীর রায়কে কেন্দ্র করে চকরিয়া ও উখিয়া জামায়াত-শিবিরসহ উগ্রবাদীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ