1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

তুরিন আফরোজের কম্পিউটার থেকে তথ্য ‘চুরি’, জিডি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০১৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কার্যালয়ে সংরক্ষিত কম্পিউটার থেকে তথ্য চুরি হওয়ার সন্দেহে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কৌঁসুলি তুরিন আফরোজ।image_87519_0

রোববার রাত আটটার দিকে শাহবাগ থানায় তিনি এই জিডি করেন।

তুরিন আফরোজ নতুন বার্তা ডটকমকে জানান, ১২ জুন অফিস করার পর তিনি ছুটিতে যান। ১০ দিন পর ছুটি শেষ করে রোববার তিনি অফিসে যোগ দিয়ে দেখেন, কার্যালয়ে তার কক্ষের কম্পিউটারের তার খোলা ও এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে একজন অফিস সহকারীকে দিয়ে কম্পিউটার খোলানোর পর তিনি হার্ডডিস্ক ও ডিভিডি রম সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পান। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে। পরে রাত আটটার দিকে পুলিশ তার কক্ষ সিলগালা করে দিয়ে যায়।

সোমবার তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সঙ্গে নিয়ে পুলিশ তুরিন আফরোজের কম্পিউটার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগেও ট্রাইব্যুনাল সংক্রান্ত দুটি কেলেঙ্কারির ঘটনা ঘটে। ২০১২ সালের ডিসেম্বরে ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে এক প্রবাসী আইন বিশেষজ্ঞের স্কাইপ কথোপকথন ফাঁস হয়। পরে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন। এ ছাড়া গত বছরের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার খসড়া রায় ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের কার্যালয়ের কম্পিউটার থেকে চুরি যায়। ওই বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ