1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

বৃষ্টি উপেক্ষা করে জনসভায় খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০১৪
  • ৭৩ Time View

বৃষ্টি উপক্ষো করে জয়পুরহাটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার বিকেল তিনটায় জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।image_87382_0

গত ৫ জানুয়ারির নির্বাচনের পর এই প্রথম জয়পুরহাটে আসছেন তিনি। আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করে দলীয় প্রধানের বক্তব্য শুনতে জনসভাস্থলে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হচ্ছেন জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে।

দুই দিনের সাংগঠনিক সফরে খালেদা জিয়া বগুড়া ও জয়পুরহাট আসেন। শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার গুলশান বাসভবন থেকে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।

রাত সাড়ে ৯টায় তিনি বগুড়া সার্কিট হাউজে উপস্থিত হন। সেখানে রাত্রিযাপন শেষে রোববার বেলা ১২টায় বগুড়া থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় সাবেক প্রধানমন্ত্রী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং হত্যা, গুম, নির্যাতন ও মামলা-হামলার প্রতিবাদসহ নিযার্তিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের উজ্জীবিত করতে ভাষণ দেবেন। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান।

বেগম খালেদা জিয়ার এ আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে নেত্রীকে বরণ করতে পুরো জয়পুরহাটকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। জনসভায় লোক সমাবেশ ঘটাতে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। জয়পুরহাট-বগুড়া মহাসড়কের দুপাশে শোভা পাচ্ছে প্রিয় নেত্রীর ছবি ও শুভেচ্ছা সম্বলিত ডিজিটাল ব্যানার ও ফেস্টুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ