1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

শপথ নিলেন জেবুন্নেছা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০১৪
  • ৮৭ Time View

দশম জাতীয় সংসদের বরিশাল-৫ আসনে উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ শপথ নিয়েছেন। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এ শপথ অনুষ্ঠান।image_87384_0

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ-সদস্যের শপথ বাক্য পাঠ করান বলে সংসদ সচিবালয়ের উপ পরিচালক (গণ-সংযোগ)  মোহাম্মদ নাজমুল হুদা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়।

জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলের পরিচালনায় শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম. ফিরোজ এমপি, হুইপ মো. শহিদুজ্জামান সরকার এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এমপি এবং সংসদ- সদস্য পংকজ নাথ উপস্থিত ছিলেন।

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ৯ এপ্রিল হিরনের মৃত্যু হয়। হিরনের মৃত্যুর পর এ আসনটি শূন্য হয়। গত রোববার ভোটগ্রহণ করা হয়। রাতে ভোট গণনা শেষে আফরোজাকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার শহীদুল আলম। নির্বাচনে আফরোজা পান এক লাখ ৮৩ হাজার ৬২৯ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনএফের প্রার্থী সাইফুল ইসলাম লিটন পেয়েছেন ৬ হাজার ১৩৬ ভোট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ