ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের (সংযুক্ত) অতিরিক্ত সচিব ইব্রাহিম হোসেন খান।
ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব (ওএসডি) ইব্রাহিমকে রাষ্ট্রপতির আদেশক্রমে ওই পদে নিয়োগ দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় একটি আদেশ জারি করেছে। আদেশে স্বাক্ষর করেন উপ-সচিব মো. আব্দুস সামাদ।
এর আগে গত ২৫ মে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো. আলমগীরকে বদলি করা হয়। তবে এতোদিন এ পদে কেউ ছিলেন না।