1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

রানাকে বাদ দিয়েই ‍দুদকের মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০১৪
  • ৫৮ Time View

সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে বাদ দিয়েই নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুপুরে দুদকের উপপরিচালক এসএম মফিদুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৪২।  image_86433_0

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য জানান, মামলায় জমির মালিক সোহেল রানার বাবা আবদুল খালেক ও নকশাবহির্ভূত ভবন নির্মাণে অনুমোদনকারীসহ সংশ্লিষ্ট ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ।

এর আগে গত বৃহস্পতিবার সোহেল রানাকে বাদ দিয়েই নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক।

অভিযুক্ত ১৭ জনের মধ্যে রয়েছেন- রানার বাবা আবদুল খালেক, রানার মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কমিশনার হাজি মোহাম্মদ আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আর্কিটেকচার ডিসিপ্লিন) আর্কিটেক্ট এটিএম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, সাভার পৌর মেয়র রেফাতউল্লাহ, সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাভার পৌরসভার সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক মো. আবদুল মোত্তালিব, পৌরসভার সাবেক সচিব মর্জিনা খান, সাবেক সচিব আবুল বাশার, ভবনের ফ্যান্টম এপারেলসের চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম, নিউ ওয়েব বটমসের এমডি বজলুস সামাদ ও ইথার টেক্সের চেয়ারম্যান আনিসুর রহমান।

গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজায় ভয়াবহ ধসের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১১ শ’র বেশি মানুষের প্রাণহানি হয়, যাদের বেশির ভাগই পোশাককর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ