রাজধানীতে বুধবার রাত থেকে শুরু হয়েছে ফরমালিনবিরোধী অভিযান। আটটি পয়েন্টে চলা এই অভিযানে তুরাগ থানাধীন ধউড় এলাকায়
ফরমালিনযুক্ত ২১শ’ ঝুড়ি আম এবং প্রায় ১৮শ’ ঝুড়ি লিচু ধ্বংস করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ১১ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা, ফলের মালিকদের বিরুদ্ধে ১৩টি মামলা এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত ফরমালিনবিরোধী অভিযানে এসব ফল জব্দ করে ধ্বংস করা হয়।
তুরাগের ধউড় এলাকায় ফরমালিনযুক্ত আমের অভিযানে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ফরমালিনবিরোধী অভিযানে ২১ ঝুড়ি আম, ১৭৯৫ ঝুড়ি লিচু ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় ১৩টি মামলা ও একজনকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে ।
এসময় ১২৪টি গাড়িতে অভিযান চালিয়ে ৮০টি গাড়ির মধ্যে ফল পাওয়া যায়। এর মধ্যে বেশিরভাগই ফরমালিনযুক্ত।