1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

বিএনপিকে বিলুপ্ত করতে হবে : হানিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০১৪
  • ৭৪ Time View

hanif6সরকারকে অবৈধ বলার সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, কেউ যদি মনে করেন অবৈধ জিনিসকে পরিহার করা প্রয়োজন তাহলে আগে বিএনপিকেই বিলুপ্ত করতে হবে।

হানিফ বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলামসহ বিএনপির নেতারা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। ফলে বিভিন্ন সময়ে তারা অযৌক্তিক ও উদ্ভট কথাবার্তা বলছেন।

শুক্রবার কুষ্টিয়ার মিরপুর উপজেলা যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা চত্বরে অনুষ্ঠিত এক সম্মেলনে প্রধান অতিথি হিসেবেও বক্তব্য দেন তিনি।

বাজেট প্রসঙ্গে হানিফ বলেন, এবারের ঘোষিত বাজেট এ যাবৎ কালের সবচেয়ে সুন্দর বাজেট। এখানে ধনী ও দরিদ্রের বৈষম্যকে দূর করার জন্য অনেকগুলো কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই বাজেট দেশের শিল্পায়ন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এবং উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।

 এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, জেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ