1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

পুলিশি নিরাপত্তা পাচ্ছেন মোদির স্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০১৪
  • ৮৩ Time View

joshodabenভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী হিসেবে যশোদাবেন পাচ্ছেন বিশেষ পুলিশি নিরাপত্তা।

গুজরাট রাজ্যের মেহসানা জেলার ব্রহ্মণওয়াদা গ্রামে যশোদাবেনের বাস। মেহসানা জেলার পুলিশ ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করবে তার।

বৃহস্পতিবার থেকেই যশোদাবেনের বাড়ির বাইরে পাঁচজন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মেহসানা পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট।

পুলিশ সদস্যরা সপ্তাহের সাতদিনই ২৪ ঘণ্টা তার বাড়ির পাশে থাকবে ও তিনি যেখানে যাবেন তার সাথে যাবেন বলেও জানান তিনি।

ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত নরেন্দ্র মোদি নিজের বৈবাহিক অবস্থার বিষয়টি এড়িয়ে গেলেও নির্বাচনের হলফনামায় এবারই প্রথম নিজেকে বিবাহিত বলে উল্লেখ করেন তিনি। স্ত্রীর নাম হিসেবে যশোদাবেনের নাম উল্লেখ করার পর থেকেই বিশেষভাবে আলোচনায় আসেন যশোদাবেন। ১৯৬৮ সালে বিয়ের কয়েক মাস পর থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা। সেই থেকে ভাইদের সঙ্গেই বাস করছেন যশোদাবেন।

অনেক দিন যোগাযোগ না থাকলেও মোদি তাকে স্ত্রীর স্বীকৃতি দেওয়ায় খুশি হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন যশোদাবেন।

সূত্র : এনডিটিভি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ