1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

ঐশীদের গৃহকর্মী সুমির জামিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০১৪
  • ৬১ Time View

ঢাকা:  পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় ওই বাসার গৃহকর্মী খাদিজা আক্তার সুমিকে জামিন দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আগামী ১৬ জুন এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন বিচারক।
image_91972_0
মঙ্গলবার দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভিন শুনানি শেষে চার্জ গঠন করে সুমিকে জামিন দেন।

চার্জ গঠন ও জামিনের বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা।

এর আগে গত ৯ মার্চ চাঞ্চল্যকর এ হত্যা মামলায় ওই দম্পতির মেয়ে ঐশী রহমানসহ (১৯) চার জনের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন- ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনি (২৭), মিজানুর রহমান রনি (২৫) ও গৃহকর্মী খাদিজা আক্তার সুমি। সুমি নাবালগ হওয়ায় তার বিরুদ্ধে আলাদা চার্জশিট দেয়া হয়েছে।

চার্জশিটে গৃহকর্মী সুমির বিরুদ্ধে তার সামনে কফিতে ঘুমের ওষুধ মেশানোর পরও তা মাহফুজ ও স্বপ্না রহমানকে না জানানো কিংবা ঘটনার সময় চিৎকার না দেয়া এবং লাশ গোপন করতে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

এর পর গত ৬ মে ঐশী তার দুই বন্ধু আসাদুজ্জামান জনি (২৭), মিজানুর রহমান রনির (২৫) বিরুদ্ধে চার্জ গঠন করেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক।

আজ মঙ্গলবার গৃহকর্মী সুমির বিরুদ্ধে চার্জ গঠন করা হলো।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পর দিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় আত্মসমর্পণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ