1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

আসামিরা ভারতে পালিয়ে গেলেও আটক করা হবে : মোজাম্মেল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০১৪
  • ৬০ Time View

mojammel4না.গঞ্জের ৭ হত্যাকান্ডের আসামিরা যদি ভারতেও পালিয়ে গিয়ে থাকে, তাহলে সেখান থেকেই তাদের আটক করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বাধীনতার চেতনা ও গণতন্ত্র রক্ষা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগ।

মোজাম্মেল হক বলেন, নারায়ণগঞ্জের ৭ হত্যাকান্ড হওয়ার পর অনেকে বলছেন- ক্ষমতা ছেড়ে দিতে। কিন্তু সেই তাদের (বিএনপি) সময় যখন মানুষ গুম-খুনের শিকার হয়েছেন তখন কি তারা ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। আমরা নারায়ণগঞ্জের সাত হত্যাকান্ডের আসামিদের খুঁজে বের করার চেষ্টা করছি। আসামিরা যদি ভারতেও পালিয়ে গিয়ে থাকে তাহলে সেখান থেকেই তাদের আটক করা হবে। তারা আমাদের দলের হলেও ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে আমাদের দলের লোকই জড়িত ছিল। তাহলে ইলিয়াস আলী গুম হওয়ার ঘটনায় কি বিএনপির হাত থাকতে পারে না। আমরা তো ইতোমধ্যে এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করে আদালতে হাজির করেছি।

নির্বাচনের সময়কার সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পূর্বে বিরোধী দল তো অনেক সহিংসতা করেছে। একসঙ্গে মা-ছেলেকে আগুনে পুড়ে মেরেছে। তখন কি মানবাধিকার লংঘন হয়নি। তার মানে এই না যে, নারায়ণগঞ্জের সাত হত্যাকান্ডের বিচার হবে না। সরকার এ বিচারের ক্ষেত্রে তৎপর।

আমেরিকার সমালোচনা করে তিনি বলেন, বিএনপির মুরব্বি নির্বাচনের আগে বহু কথা বলেছিল। কিন্তু তারপরও নির্বাচন আটকাতে পারেনি। তখন বলেছে, এ নির্বাচন সুষ্ঠু হয়নি। তাদের হচ্ছে চোরের মার বড় গলা। আমেরিকা একদিনে তাদের সকল যুদ্ধাপরাধীদের হত্যা করে বিচার করেছিল। আর আমরা যখন বিচার শুরু করেছি তখন তারা বলছে এটি সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের হয়নি।

আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. রফিক উল্যা ভূইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবদুর রহিম খান, আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক এডভোকেট মো. কামাল হোসেন, বাংলাদেশ লেবার ফেডারেশনের মহাসচিব এডভোকেট মো. দেলোয়ার হোসেন খান, বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. নূরুল হক, সাধারণ সম্পাদক ডা. খন্দকার মো. ইমদাদুল হক সেলিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ