1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

মোদিকে এরশাদের চিঠি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০১৪
  • ৬৭ Time View

modi_ershadভারতের লোকসভা নির্বাচনে জয়ী ভারতীয় জনতা পার্টি-বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরনের কাছে চিঠিটি হস্তান্তর করেন।

এরশাদ নির্বাচনে জয়ী বিজেপিকেও অভিনন্দন জানান।

তিনি চিঠিতে ভারতের ভাবী প্রধানমন্ত্রী মোদি ও তার মন্ত্রিসভার সদস্যদের বাংলাদেশে আমন্ত্রণ জানান।

চিঠিতে এরশাদ মোদিকে লেখেন, “বাংলাদশ ও ভারতের মধ্যে ঐতিহাসিকভাবে পারস্পারিক সমঝোতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমার বিশ্বাস আপনার নেতৃত্বে এই সম্পর্ক আরও দৃঢ় ও গভীর হবে। আমরা ভারত-বাংলাদেশ এবং অঞ্চলের সঙ্গে সম্পৃক্ত বিষয়ে এক সঙ্গে কাজ করব।”

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ চিঠিতে আশা প্রকার করে লেখেন, “মোদি প্রশাসন ভারত, বাংলাদেশসহ এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাবে।”

মোদি প্রশাসনের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ