1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

সম্পূর্ণ ধূমপানমুক্ত শহর হতে চায় মেলবোর্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০১৪
  • ৯০ Time View

মেলবোর্ন: অস্ট্রেলিয়ার মেলবোর্ন ২০১৬ সালের মধ্যে সম্পূর্ণ ধূমপানমুক্ত শহরে পরিণত হতে চায়। এখানে কেউ ধূমপান করতে চাইলে তাকে নির্ধারিত নিভৃত স্থানে গিয়েই তা করতে হবে।মেলবোর্নের সিটি কাউন্সিলর রিচার্ড ফস্টার বলেছেন, অস্ট্রেলিয়ার অন্যতম ব্যস্ততম কজওয়েকে ধূমপানমুক্ত করার কাজে আশাতীত সাড়া পাওয়ায় তা এ উদ্যোগ নিয়েছেন।

82540_1

তিনি বলেন, ‘আমার মনে হয় কার্যত বিশ্বে প্রথম বারের মত আমরা মেলবোর্নে এমন লোকদের আমন্ত্রণ জানাতে যাচ্ছি যারা হবেন ধূমপানমুক্ত।’

এক্ষেত্রে কজওয়ের সফলতা বড় অনুপ্রেরণা বলে মন্তব্য করেন তিনি।

এই পরিকল্পনার আওতায় পথচারী, ফুটপাথের ভোজনকারী এবং ভবন নির্মাণ শ্রমিকরাও নিধারিত নিভৃত স্থান ছাড়া সিগারেট ধরাতে পারবেন না।

২০১৬ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন লর্ড মেয়র রবার্ট ডয়েল।

তিনি বলেন, ‘আমরা যদি ব্যবসায়ী, রেস্তোরাঁ ও বারকে বুঝাতে সক্ষম হই যে এতে তাদের ব্যবসায়িক ক্ষতি হবে না, তবে ধীরে ধীরে আমরা এই লড়াইয়ে জয়ী হবো।’

অস্ট্রেলিয়ায় তামাক আইন বিশ্বের অন্যতম কড়া। এখানে সাদা পাকেটের গায়ে বড় করে স্বাস্থ্য সতর্কতা লিখতে হয়।

দেশটির সব শহরের রেস্তোরাঁ, বার ও অন্যান্য আটকা স্থানে  বর্তমানে ধূমপান নিষিদ্ধ।

১৯৫০ সালে দেশটিতে ধূমপায়ীর সংখ্যা ছিল ৫০ শতাংশ। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১৫ শতাংশে।

২০১৮ সালের মধ্যে ধূমপায়ীর সংখ্যা ১০ শতাংশে নামিয়ে আনতে চায় সরকার।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ