1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

দুই র‌্যাব কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০১৪
  • ৮১ Time View

image_82126_0নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় গ্রেফতার র‌্যা ব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ ও মেজর আরিফ হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপম এ আদেশ দেন।

এর আগে বেলা দুইটার কিছু পরে মাথায় হেলমেট পরিয়ে নারায়ণগঞ্জ পুলিশ লাইন থেকে সরাসরি জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়।

পুলিশের পক্ষ থেকে দুই র‌্যাব কর্মকর্তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়েছে।

শনিবার ভোর রাতে ঢাকা সেনানিবাসের বাসভবন থেকে তাদের গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

তবে এ ঘটনায় অবসরে পাঠানো নৌবাহিনীর কর্মকর্তা ও র‌্যাবের নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাকে গ্রেফতার করা হয়নি৷ তার অবস্থান সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত হতে পারেননি৷

প্রথমে তাদের ক্যান্টনমেন্ট থানায় রাখা হয়। প্রক্রিয়া শেষে তাদের নারায়ণগঞ্জ নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের নারায়ণগঞ্জ পুলিশ লাইনে রাখা হয়েছে।

গ্রেফতারের আগে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ঢাকা মহানগরীর ক্যান্টনমেন্ট থানায় বিষয়টি জানান। গ্রেফতারের সময় ক্যান্টনমেন্ট থানা পুলিশও তাদের সঙ্গে ছিল।

অভিযানে অংশ নেয়া পুলিশ কর্মকর্তারা জানান, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নারায়ণঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকা সেনানিবাসে পৌঁছে মিলিটারি পুলিশের সঙ্গে বৈঠক করে। ভোররাত সাড়ে তিনটার দিকে গোয়েন্দা পুলিশ ও মিলিটারি পুলিশের যৌথ দল সাবেক এ দুজন সেনা কর্মকর্তার বাসায় যান এবং তাদের গ্রেফতার করেন৷

গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিনদিন পর ৩০ এপ্রিল ছয়জনের ও পরদিন আরো একজনের লাশ শীতলক্ষ্যায় ভেসে ওঠে৷

এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নজরুলের পরিবার৷ ৪ মে নজরুলর শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ছয় কোটি টাকার বিনিময়ে র‌্যাবের তিন কর্মকর্তা ওই সাতজনকে অপহরণ ও খুন করেছেন।

পরে হাইকোর্ট একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেন। এরই মধ্যে তাদের গ্রেফতারের জন্য হাইকোর্ট অপর একটি আদেশ দেন।

আদেশের পর সশস্ত্র বাহিনী এবং পুলিশের মধ্যে চিঠি চালাচালি চলে। বৃহস্পতিবার সশস্ত্র বহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, তাদের গ্রেফতারে কোনো বাধা নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ