1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

‘বিজেপির জয়ে বগল বাজিয়ে বিএনপির লাভ নেই’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০১৪
  • ১০২ Time View

selim02বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ভারতের নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। তাই বলে বগল বাজিয়ে লাভ নেই।

শুক্রবার বিকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, ভারতে যে দলই ক্ষমতায় আসুক তাদের সংবিধানে অসামপ্রদায়িক চেতনার কথা বলা আছে। বাংলাদেশের সংবিধানেও অসামপ্রদায়িক চেতনার কথা আছে। ভারতের সঙ্গে যেসব সমস্যা আছে তা আমরা আলোচনার মাধ্যমেই সমাধান করব।

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক কূটকৌশল পরিহার করুন। এ ঘটনার সঙ্গে যে আপনারা জড়িত নন তার প্রমাণ কী? তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার হবে। আপনি মায়াকান্না ছাড়ুন।

আগাম নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের মাটিতে আর কোনো অপশক্তি ক্ষমতায় আসতে পারবে না। শেখ হাসিনার অধিনেই সংবিধান অনুযায়ী আগামী পাঁচ বছর পর নির্বাচন হবে।

যুবলীগ সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন আহমেদ প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও উত্তরের সভাপতি মইনুল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ