1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনে: শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ৭২ Time View

amu6বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের নামে আন্দোলন করে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনেই হবে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে যুবলীগ আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

আমু বলেন, “বিএনপি ক্ষমতায় থাকতে শেখ হাসিনার নেতৃত্বে আমরাই প্রথম তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করি।তত্ত্বাবধায়ক সরকার পাওয়ার পর দেখেছি এই সরকারের রূপ কী। পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের পরিপন্থী হয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে গেছে।”

আমু বলেন, “এরই পরিপ্রেক্ষিতে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। যা আর কোনো দিনই ফিরে আসবে না। আগামী নির্বাচনও তত্ত্বাবধায়ক ছাড়া শেখ হাসিনার অধীনেই হবে।”

মন্ত্রী বলেন, “বিএনপি দেশ ও দেশের স্বার্বভৌমত্বে এবং জাতীয় সংগীতে বিশ্বাস করে না।তারা যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের বিচার বাধাগ্রস্ত করার অপপ্রয়াস চালাচ্ছে। এই ষড়যন্ত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, স্বাধীনতার বিরুদ্ধে।”

যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুকের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ