ভিয়েতনামে একটি তাইওয়ানিজ স্টীল কারখানায় দাঙ্গায় চীনের এক নাগরিক নিহত হয়েছে। বিরোধপূর্ণ জলসীমায় বেইজিংয়ের তেল অনুসন্ধানকে কেন্দ্র করে এ দাঙ্গা সৃষ্টি হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক পুলিশ এএফপিকে বলেন, এ দাঙ্গায় চীনের এক কর্মী মারা গেছে।
তাইওয়ানের এক কূটনীতিক এএফপিকে বলেন, দাঙ্গায় প্রায় একশ’ জন আহত হয়েছে।