1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০১৪
  • ৬৭ Time View

ershad41চলতি মাসে দুটি দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। অচিরেই চীনসহ আরো বেশ কয়েকটি দেশ সফর করবেন তিনি। সফরকালে সরকার ও দেশের ভাবমূর্তি বিদেশীদের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।

চলতি বছরের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে পর ১২ জানুয়ারি সরকারের মন্ত্রীরা শপথ গ্রহণ করেন। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূতের দায়িত্ব পান জাতীয় পার্টির চেয়ারম্যান এবং ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে নানা নাটকের সৃষ্টিকারী হুসেইন মুহম্মদ এরশাদ।

দায়িত্ব পাবার কয়েকদিন পর এরশাদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠিও লিখেছিলেন। বলেছিলেন বর্তমান সরকারের ভাবমূর্তি দেশে ও বিদেশে তুলে ধরবেন। তবে, এরপর চার মাসের বেশি সময় পার হলেও বিশেষ দূত হিসেবে দৃশ্যত কোনো কার্যক্রমে দেখা যায়নি এরশাদকে। তবে, একান্ত সাক্ষাৎকারে এরশাদ জানান, এ মাসেই বিশেষ দূত হিসেবে বিদেশ সফরে যাচ্ছেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, আমি শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বসেছিলাম, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বসেছিলাম। তাদের কাছে সমস্ত বিষয়গুলোর বর্ণনা নিয়েছি। আমি সবাইকে চিঠি লিখেছি। প্রথমে আমি দুবাই, কুয়েত ও বাহরাইন সফর করবো।”

সফরে জনশক্তি রফতানিসহ বিদেশীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবেন এরশাদ। এ ছাড়া মুসলিম দেশগুলোতে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা চালাবেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ