1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

সেরা নাচিয়ে; চ্যাম্পিয়ন হলেন চট্টগ্রামের ইভানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০১৪
  • ১২১ Time View

evanaচূড়ান্ত লড়াইয়ে সাত প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন-টু-এর চ্যাম্পিয়ন হলেন চট্টগ্রামের ইভানা।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মঙ্গলবার বৃষ্টিস্নাত সন্ধ্যায় টান টান উত্তেজনার মধ্য দিয়ে মন মাতানো পারফরম্যান্স আর বিচারকদের রায়ে সেরার মুকুট জয় করে নেন এই প্রতিযোগী।

পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় এসিআই-ফান চানাচুরের সৌজন্যে ব্রান্ড নিউ কার-এর চাবি। এ ছাড়া দেওয়া হয় ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে ডায়মন্ড ক্রাউন।

প্রথম রানারআপ হয়েছেন ইভান। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয়েছে তিন লাখ টাকা। দ্বিতীয় রানারআপ হয়েছেন মিমো। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয়েছে দুই লাখ টাকা।

এ ছাড়া প্রত্যেকের জন্য রয়েছে ইমপ্রেস অডিও ভিশন থেকে নাচের ডিভিডি-সিডি প্রকাশ ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রে নাচের সুযোগ। শাস্ত্রীয় নাচের প্রতিষ্ঠান ‘সাধনা’ পক্ষ থেকে চ্যাম্পিয়ন ইভানাকে ভারত থেকে এক বছর জন্য নাচের প্রশিক্ষণের পৃষ্ঠপোষকতা দেবে।

তাদের হাতে পুরস্কার তুলেন দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এসিআই গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আনিস-উদ-দৌলা, ব্রান্ড ডিরেক্টর সৈয়দ আলমগীর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।

চ্যাম্পিয়ন ইভানার মাথার ক্রাউন পরিয়ে দেন গতবারে যুগ্ম চ্যাম্পিয়ন তুষার ও মীম। এ সময় উপস্থিত সেরা নাচিয়ের প্রধান তিন বিচারক নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস ও নাট্যাভিনেত্রী মেহের আফরোজ শাওন।

সেরা নাচিয়ে সিজন টু-এর চূড়ান্ত পর্বকে ঘিরে দর্শক-শ্রোতার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে এক পশলা বৃষ্টি হয়। সেই বৃষ্টি উপেক্ষা করে দর্শক-শ্রোতারা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। শুরু থেকে শেষ পর্যন্ত সমানতালে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে তারা এ উৎসবটি উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ