1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০১৪
  • ১০৮ Time View

film_awসরকার বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্রের ২৪টি ক্ষেত্রে ২৩ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে শনিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২ প্রদান করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল চারটায় এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২ প্রদান করবেন। খবর তথ্য বিবরণীর।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২ প্রাপ্তরা হলেন : আজীবন সম্মাননা- খলিল উল্লাহ খান, শ্রেষ্ঠ চলচ্চিত্র-প্রযোজক ফরিদুর রেজা সাগর (চলচ্চিত্র-উত্তরের সুর), শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- হুমায়ূন আহমেদ (চলচ্চিত্র-ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক- ইমন সাহা (চলচ্চিত্র-ঘেটুপুত্র কমলা), প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা- শাকিব খান (চলচ্চিত্র-খোদার পরে মা), পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা- এটিএম শামসুজ্জামান (চলচ্চিত্র-চোরাবালি), খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা-শহীদুজ্জামান সেলিম (চলচ্চিত্র- চোরাবালি), প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী- জয়া আহসান (চলচ্চিত্র-চোরাবালি), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী- লুসি তৃপ্তি গোমেজ (চলচ্চিত্র-উত্তরের সুর), শ্রেষ্ঠ শিশুশিল্পী-মামুন (চলচ্চিত্র-ঘেটুপুত্র কমলা),শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার-মেঘলা (চলচ্চিত্র-উত্তরের সুর), শ্রেষ্ঠ কাহিনীকার-শাহনেওয়াজ কাকলী (চলচ্চিত্র-উত্তরের সুর), শ্রেষ্ঠ চিত্র নাট্যকার-হুমায়ূন আহমেদ (চলচ্চিত্র-ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা-রেদওয়ান রনি (চলচ্চিত্র-চোরাবালি), শ্রেষ্ঠ গায়ক- পলাশ (চলচ্চিত্র-খোদার পরে মা, কথা : মা তুমি আমার আগে যেওনা গো মরে…..), শ্রেষ্ঠ গায়িকা-রুনা লায়লা (চলচ্চিত্র-তুমি আসবে বলে, কথা : যখন তাকে দেখেছি…..), শ্রেষ্ঠ গীতিকার-মিল্টন খন্দকার (চলচ্চিত্র-খোদার পরে মা, কথা : মা তুমি আমার আগে যেওনা গো মরে…..), শ্রেষ্ঠ সুরকার-ইমন সাহা (চলচ্চিত্র-পিতা, কথা : আয়নারে ও আমার আঁধার রাতের আয়না…..), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক-মাহফুজুর রহমান খান (চলচ্চিত্র-ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ শব্দ গ্রাহক-রিপন নাথ (চলচ্চিত্র-চোরাবালি), শ্রেষ্ঠ সম্পাদক-ছলিম উল্লাহ ছলি (চলচ্চিত্র-ঘেটুপুত্র কমলা)।

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক-কলমতর ও উত্তমগুহ (চলচ্চিত্র-রাজা সূর্য খাঁ), শ্রেষ্ঠ মেকাপম্যান- খলিলুর রহমান (চলচ্চিত্র-ঘেটুপুত্র কমলা) এবং শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা-এস এম মাঈনুদ্দিন ফুয়াদ (চলচ্চিত্র-ঘেটুপুত্র কমলা)।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন তথ্যসচিব মরতুজা আহমদ। পুরস্কার প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ