1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

জ্বালানি খাতে আরো বিনিয়োগে আমিরাতকে আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ৯৩ Time View
pm.amiratবাংলাদেশে বিদ্যুত্ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে আরো বিনিয়োগ করতে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত ইউএই’র রাষ্ট্রদূত ডা. সাঈদ বিন হাজার আল শিহি গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করলে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের সঙ্গে আমরা যোগাযোগ বাড়াতে চাই।’ জবাবে ইউএই রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে তার দেশের সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

ডা. সাঈদ ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইউএই সফরের কথা উল্লেখ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য ইউএই’র ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে তিনি ইউএই সফরে যাবেন।

গ্রামীণ অর্থনীতিকে মজবুত করায় জোর দিচ্ছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার গ্রামীণ অর্থনীতিকে আরো মজবুত এবং গ্রামের দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তোলাকে অগ্রাধিকার দিচ্ছে।

বাংলাদেশে বেলজিয়ামের অনাবাসিক রাষ্ট্রদূত পিয়েরে ভিসেন গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাতে গেলে তিনি একথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা ও আইটি খাতে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপে গ্রামের জনগণ সরাসরি উপকৃত হচ্ছেন বলে উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, গার্মেন্টস শ্রমিকদের কল্যাণে তার সরকার গত ৫ বছরে তাদের (পোশাক শ্রমিক) মজুরী ২২৬ শতাংশ বৃদ্ধি করেছে।

রাষ্ট্রদূত রানা প্লাজা ধসের পর ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও পুনর্বাসনে সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, বেলজিয়াম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী ইউরোপীয় কয়েকটি দেশের একটি।

পরে প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত এক মুক্তিযোদ্ধা এবং অপর আট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, প্রধানমন্ত্রী তার কার্যালয়ে পৃথক এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করেন। 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ