1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

বিএনপি, বিএনএফ অতঃপর নাজমুল হুদার বিএনএ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০১৪
  • ৮৭ Time View

bnaসাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুদ হুদা আবারো একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। নতুন  এ দলের নাম  বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ)।

বুধবার বিকাল তিনটায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই নতুন দলের নাম ঘোষণা করেন।

এ সময় নতুন দলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নামও ঘোষণা করেন নাজমুল হুদা। এ দলের চেয়ারম্যান থাকছেন নাজমুল হুদা নিজেই। মহাসচিব করা হয়েছে কমান্ডার এসএম শহীদুর রহমানকে।

১৩ সদস্যের অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ জিয়া, মেজর (অব.) হাবিব, ড. জাবেদ সালাহউদ্দিন, শামসুল আলম খান, যুগ্ম-মহাসচিব মো. ফয়েজ উদ্দিন, কোষাধ্যক্ষ শামীম আহসান, দফতর সম্পাদক আক্কাস আলী খান, যুব বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজু, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস ও ছাত্র বিষয়ক সম্পাদক সাচী আরাফাত চৌধুরী।

নতুন এ কমিটি আগামী ২০১৫ সালের ৭ জানুয়ারির মধ্যে দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

নাম ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নাজমুল হুদা।

তিনি বলেন, চূড়ান্ত পর্যায়ে গিয়েও সরকারের পতন ঘটাতে পারেনি বিএনপি। তাই বিএনপির সরকার পতনের আন্দোলন কতটা শক্তিশালী হবে তা সহজে অনুমেয়, সেই ধারণা থেকে মনে হচ্ছে পাঁচ বছরের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।

নাজমুল হুদা বলেন, সরকার পতনের কোনো ইস্যু যদি সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে আদালতের মাধ্যমে সরকারকে অবৈধ ঘোষণা করা যেতে পারে।

বিএনপি আহ্বান করলে দলে ফিরবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি যে ভুল পথে দুর্বল হয়ে হাটছে তাতে করে তারা আহ্বান করলেও আমি আর ফিরে যাবো না।

৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে তিনি বলেন, যেভাবে নির্বাচন হওয়ার কথা ছিল সেভাবে নির্বাচন হয়নি, নির্বাচন হয়েছে ভোটারবিহীন। তাই এ নির্বাচনকে আমি সমর্থন করি না।

বর্তমান গুম-খুন সম্পর্কে তিনি বলেন, দেশে যে হারে গুম-খুন হচ্ছে সে বিষয়ে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপির যথেষ্ট জনসমর্থন ছিল। ওই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা উচিত ছিল। তখন যত কারচুপিই হতো না কেন জনগণ তার জবাব দিত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শেখ শহিদুজ্জামান, আতাউর রহমান, অ্যাডভোকেট সৈয়দ জাবেদ সালাউদ্দিন, জান্নাতুল ফেরদৌস, সাইফুল ইসলাম, আবদুল্লাহ জিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ