রাজধানীর পুরান ঢাকার মকিমবাজার থেকে অপহৃত বংশালের সাইকেল ব্যবসায়ী মোঃ হাকিমকে ২ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ নারীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ভোরে রাজধানীর জুরাইন এলাকায় একটি টিনশেড বাড়ি থেকে ব্যবসায়ী হাকিমকে উদ্ধার করা হয়। এ সময় ভাগ্যরানী নামে এক নারীকেও গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে মকিমবাজার নিজ বাসার সামনে থেকে অপহৃত হন ব্যবসায়ী হাকিম। অপহরণের পর তার পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ চাওয়া হয়।
জানা যায়, ওই বাসায় অভিযানের আগে জুরাইনের আরেক বাসা থেকে শাওন, রানা, হৃদয় ও নিশি নামে ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী হাকিমকে উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে মিন্টু রোডে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত অবহিত করা হবে বলে জানা গেছে।