1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে ১৪ দলের ধারাবাহিক কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১২
  • ১০৮ Time View

যুদ্ধাপরাধীদের বিচার নস্যাতের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ১৪ দল।

এর মধ্যে আগামী ৯ মার্চ সারা দেশের জেলা সদরগুলোতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

এছাড়া ১১ মার্চ ঢাকা মহানগরে মানববন্ধন ও ২৩ মার্চ খুলনায় ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

পূর্ব ঘোষিত প্রতিটি বিভাগের মহাসমাবেশের অংশ হিসেবে ২৩ মার্চ খুলনায় এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

এরপর এপ্রিল মাসের মধ্যে অন্যান্য বিভাগগুলোতে মহাসমাবেশ হবে।

সোমবার ১৪ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কর্মসূচি ঘোষণা করেন।

আওয়ামী লীগ সভাপতির ধাণমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাংবাদিক ও লেখক ফয়েজ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে ১৪ দলের এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও আব্দুল লতিফ সিদ্দিকী, ন্যাপের সহ-সভাপতি আমিন আহমেদ, গণআজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পvদক নুরুর রহমান সেলিস, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ