1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

সমকালে প্রকাশিত সংবাদ মিথ্যা-ভিত্তিহীন : ছাত্রশিবির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪
  • ৭৭ Time View

shibir1দৈনিক সমকালে ‘ট্রেনের বগি থেকে একে-২২ সহ শিবির কর্মী গ্রেফতার’ শীর্ষক প্রতিবেদনে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও  সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, “অস্ত্র চোরা-চালানের মূল হোতাদের আড়াল করার হীন মানসিকতা থেকেই শিবিরকে জড়িয়ে এমন মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে  দৈনিক সমকাল। অন্যান্য গণমাধ্যমে যেখানে গ্রেফতাকৃত ব্যক্তিদের জেএমবি বলে পরিচয় দেয়া হয়েছে, সেখানে সমকালের প্রতিবেদক  কোন বায়বীয় সুত্রে তাদেরকে শিবির বলে আখ্যায়িত করেছেন তা দেশবাসীর কাছে বোধগম্য নয়। যেখানে পুলিশ বলছে, তদন্ত করার পর গ্রেফতারকৃতদের পরিচয় জানা যাবে, সেখানে আগবাড়িয়ে এ ঘটনার সাথে শিবিরকে জড়িয়ে প্রতিবেদন করে সমকাল পত্রিকা অপসাংবাদিকতারই পরিচয় দিয়েছে। ঘটনার পেছনের ব্যক্তিদের আড়াল করতেই সমকাল ইচ্ছাকৃত ভাবে এ ঘটনার সাথে ছাত্রশিবিরকে জড়িয়েছে বলে আমরা মনে করি।”

নেতৃবৃন্দ আরো বলেন, “ আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, ছাত্রশিবিরের সাথে কোন প্রকার অস্ত্র বা সন্ত্রাসের দূরতম সম্পর্ক নেই। সমকালের মত পত্রিকার এ ধরণের অপপ্রচার সচেতন জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করবে। ছাত্রশিবিরকে জড়িয়ে লাগাতার মিথ্যাচার আর অনৈতিক অপচেষ্টা সাংবাদিকতার মহান পেশাকে বার বার কলুষিত করেছে।”

নেতৃবৃন্দ এ ধরণের মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট প্রতিবেদক ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ