1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

কার কাছে পদত্যাগ করব?- এরশাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪
  • ৮৮ Time View

ershad1পদত্যাগের গুঞ্জনকে ‘স্রেফ গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। একটি অনলাইনে এরশাদ এ কথা বলেছেন।

এরশাদ বলেন, আমি কার কাছে পদত্যাগ করব? সেই বীরপুরুষটা কে?

গতকাল রোববার রাতে গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদদের যৌথ সভায় রওশন এরশাদসহ বেশ কয়েকজন নেতা এরশাদকে উদ্দেশ করে আক্রমণাত্মক বক্তব্য দেন।

এ ঘটনায় আজ সোমবার দিনভর এরশাদের পদত্যাগের গুঞ্জন ছিল। এ নিয়ে এরশাদ বলেন, আমাকে ছাড়া জাতীয় পার্টির অস্তিত্ব আছে? থাকতে পারে না।

এরশাদের ঘনিষ্ঠ অপর একটি সূত্র বলেছে, গতকালের বৈঠকের পর থেকেই এরশাদের মন খারাপ ছিল। অবশ্য তিনি এর আগে বহু নাটকের সৃষ্টি করেছেন। তবে দলের নেতাকর্মীরা কেউই এ বিষয়ে মুখ খুলছেন না।

নাম প্রকাশ না করার শর্তে জাপার এক নেতা এমটিনিউজ২৪কে বলেছিলেন, দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর কাছে এরশাদের গাড়িচালক পদত্যাগ সংক্রান্ত চিঠি পৌঁছে দিয়েছেন।

অপর একটি সূত্র জানায়, এটা হয়তো এরশাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। কারণ রোববার দলের যৌথসভায় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ তার ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। এতে তিনি মনক্ষুন্ন হন। আর সে কারণেই এ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ