1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে কৃষি বিজ্ঞানীদের দুই দিনের ওরিয়েন্টশন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ৯৮ Time View

image_78740_0পাহাড়ি এলাকার প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, শষ্য উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা অনুসন্ধানে কৃষি বিজ্ঞানীদের দুইদিন ব্যাপী ওরিয়েন্টশন ট্রেনিং শনিবার খাগড়াছড়িতে শুরু হয়েছে।

খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে আয়োজিত এ ওরিয়েন্টশন ট্রেনিংয়ের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাইথো অং মারমা।

কৃষি গবেষণা ফাউন্ডেশনের পরিচালক ড. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রেনিংয়ে পাহাড়ের কৃষি সম্ভাবনা নিয়ে ধারণা প্রকল্প তুলে ধরেন ধান গবেষণা কেন্দ্রের সাবেক মহাপরিচালক ও কৃষি বিজ্ঞানী ড. আব্দুল জলিল ভুইয়া।

অনুষ্ঠানে জানানো হয়, তিন পার্বত্য জেলায় দেশের সেরা কৃষি বিজ্ঞানীরা আগামী পাঁচ বছর নিবিড় গবেষণা করে উন্নয়নের সম্ভাবনা খুঁজে দেখবেন এবং পাহাড়ি কৃষক ও কৃষির উন্নয়নে দিক নির্দেশনা দেবন এবং লব্ধ অভিজ্ঞতা সারাদেশে কাজে লাগানো হবে।

চারটি কম্পোনেন্টে বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট,বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয় ও তুলা উন্নয়ন বোর্ডের বিজ্ঞানীরা এ গবেষণা কর্ম পরিচালনা করবেন।

অনুষ্ঠানে পাহাড়ের মাটির ক্ষয়রোধ ও করণীয়, ওয়াটারশেড ব্যবস্থাপনা, টেকসই ভুমি ব্যবস্থাপনা,শষ্য উৎপাদনশীলতা বৃদ্ধি ও মার্কেটিং বিষয়ে ধারণাপত্র তুলে ধরা হয়। ট্রেনিংয়ে ৬০ জন কৃষি বিজ্ঞানী অংশগ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ